সিআইইউ ক্যাম্পাসে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি চালু

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিধানে নিজস্ব ক্যাম্পাসে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি চালু করেছে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 12:58 PM
Updated : 20 Oct 2016, 12:58 PM

বৃহস্পতিবার নগরীর জামালখান ক্যাম্পাসে এ প্রযুক্তির উদ্বোধন করেন সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

সিআইইউ’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতির হার, ক্লাসে উপস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি চালু করা হয়েছে।

ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি উদ্বোধনের সময় অন্যদের মধ্যে সিআইইউ ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, উপদেষ্টা অধ্যাপক এম আইয়ুব ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ফিন্যান্স ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মনজুর কাদের উপস্থিত ছিলেন।