এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ১৭ সেপ্টেম্বর

আগামী ১৭ সেপ্টেম্বর এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 08:53 AM
Updated : 27 August 2016, 05:19 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ১৪ হাজার ৯২৩ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এতে ৫৫ হাজার ৮৭৯টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলার দুই পত্র ধরে ৯ হাজার ৯৮২টি, ইংরেজি দুইপত্র ধরে ৮ হাজার ৬৯৮টি, পর্দাথবিজ্ঞান দুই পত্র ধরে ৫ হাজার ৯৬২ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঁচ হাজার ১৪৩টি খাতা।

গত ১৮ অগাস্ট ঘোষিত এইচএসসির ফলে চট্টগ্রামে শিক্ষাবোর্ডে ৫৬ হাজার ১৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে পাশের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ।

২০১৫ সালে এইচএসসি পরীক্ষার ৯ হাজার ৯৬১ শিক্ষার্থী ৩৫ হাজার ৩৮৭টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে ২১৯ জনের ফল পরিবর্তন হয়।