ফটিকছড়িতে ছাত্রসেনার সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

ইসলামী ফ্রন্টনেতা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়া ইসলামী ছাত্রসেনার কর্মীদের সঙ্গে ফটিকছড়ির একটি মাদ্রাসা শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 04:32 PM
Updated : 26 August 2016, 05:20 PM

শুক্রবার বিকালে ফটিকছড়ির নানুপুর-নিশ্চিন্তাপুর সড়কের জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

ফটিকছড়ি থানার ওসি আবু ইউসুফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়।

উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানালেও তাদের সংখ্যাক নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

হামলায় আহত সাতজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান।

তারা জানান, শুক্রবার ফটিকছড়ি উপজেলা সদরের ঝংকার মোড়ে নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।

ওই সমাবেশে যোগ দিতে ইসলামী ছাত্রসেনার কর্মীদের বহনকারী কয়েকটি গাড়ি জমিরিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে মাদ্রাসা থেকে তাদের লক্ষ্যথ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ছাত্রসেনার কর্মীরা গাড়ি থামিয়ে এ বিষয়ে জানতে চাইলে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ‘পালিয়ে গেছে’ বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।

২০১৪ সালের ২৬ অগাস্ট রাতে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলাকেটে হত্যা করা হয়।

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনা করতেন ফারুকী। তার হত্যাংয় জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে সন্দেহ পুলিশের।