জন্মাষ্টমীতে চট্টগ্রামে ৪ দিনের উৎসব

চার দিনব্যাপী আয়োজনে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায় উদযাপন করছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 04:29 PM
Updated : 25 August 2016, 04:29 PM

বৃহস্পতিবার নগরীর জেমসেন হল থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির এই উৎসবের সূচনা হয়।

বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ শোভাযাত্রা উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চমৎকার পরিবেশে আমার শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।”

শোভাযাত্রা কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, নন্দনকানন ও চেরাগী পাহাড় হয়ে আবারও জেমসেন হলে ফিরে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নিতে প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকে সনাতন ধর্মের নানা শ্রেণির মানুষ জেমসেন হলের আশেপাশে ভিড় করতে থাকে।

অন্য বার সাড়ে ১০টার মধ্যে শোভাযাত্রা শুরু হলেও এবার শোভাযাত্রা শুরু হতে ঘণ্টাখানেক দেরি হয়।

জেমসেন হলে দুপুর থেকে শুরু হয় মাতৃ সম্মেলন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় মহাসম্মেলন ও রাতে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ হয়।

২৬ ও ২৭ অগাস্টের আয়োজনে থাকছে দিবা-রাত্রি নাম সংকীর্তন। ২৮ অগাস্ট ভোরে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

জন্মাষ্টমী উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন চন্দন তালুকদার।