ঘুষের অভিযোগ: এখনও জবাব দেননি নাছির

মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় শেষের পর সপ্তাহ হতে চললেও কর্মকর্তাদের ‘ঘুষ চাওয়া’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দেননি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 01:26 PM
Updated : 23 August 2016, 01:42 PM

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চিঠির উত্তর দেই নাই। প্রক্রিয়ার মধ্যে আছি। আগামী সপ্তাহে জানাব।”

এরপরই নগর ভবন থেকে বেরিয়ে যান নাছির।

গত ১০ অগাস্ট চট্টগ্রামে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের বরাদ্দে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেন মেয়র।

তিনি বলেন, ‘দাবি মতো কর্মকর্তাদের ঘুষ দিলে’ যেখানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেত, সেখানে তা না দেওয়ায় এসেছে মাত্র ৮০ কোটি টাকা।

“আমাকে বলা হলো- করপোরেশনের জন্য যত টাকা চাই দেওয়া হবে থোক বরাদ্দ হিসেবে, তবে তার জন্য ৫ শতাংশ করে দিতে হবে।”

পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে মেয়র নাছির উদ্দিনকে ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে সাতদিনের সময় দেওয়া হয়।

ওই সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক সাংবাদিকদের বলেন, “তাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। হি মাস্ট এক্সপ্লেইন, পরিষ্কার কথা।”

চিঠিতেই মন্ত্রণালয়কে জবাব দেবেন বলে পরদিন সাংবাদিকদের বলেছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির।