চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরে অবৈধভাবে দখলে থাকা পূর্ব রেলের আড়াই একর জমি উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2016, 04:13 PM
Updated : 8 August 2016, 04:13 PM

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর মধ্যম হালিশহরের সিজিপিওয়াই এলাকায় পূর্ব রেলের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এসব জমি পুনরুদ্ধার করা হয়।

ইশরাত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে একটি অবৈধ ট্রাক টার্মিনাল, টার্মিনালের কার্যালয়, হোটেলসহ ৫০টির মতো ঘর উচ্ছেদ করা হয়েছে।

পুনরুদ্ধার হওয়া রেলের জমির আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জানান তিনি।