চট্টগ্রামে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট ও ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 04:09 PM
Updated : 30 July 2016, 04:09 PM

শুক্রবার নগরীর সাগরিকা ও আগ্রাবাদ এলাকায় আলাদা দুই ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মো. মন্টু (২৮) ও আব্দুল কুদ্দুস (৫৫)।

এদের মধ্যে মন্টু নগরীর পাহাড়তলি মুরগি ফার্ম এলাকায় থাকতেন, তার বাড়ি ভোলায়। আর কুদ্দুস নগরীর বিহারী কলোনি এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরিকা এলাকায় একটি বাসায় পাইপ-ফিটিং এর কাজ করতে যান মন্টু।

“সেখানে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

অন্যদিকে নগরীর আগ্রাবাদ এলাকায় জাহান ভবন নামের একটি ভবনের চতুর্থ তলার ছাদে নির্মাণ কাজ করছিলেন আব্দুল কুদ্দুস।

নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান কুদ্দুস। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয় বলে চিকিৎসক জানান।