বাদ পড়ার শঙ্কায় নাজিরহাট কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

সরকারঘোষিত জাতীয়করণের তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, এমন শঙ্কায় সড়ক অবরোধ ও অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে নাজিরহাট ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 09:00 AM
Updated : 30 July 2016, 10:51 AM

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নতুন রাস্তার মোড়ে অবস্থান নেন বলে হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন।

“এক ঘন্টার মত তারা সড়কে ছিলেন। পরে অনুরোধ করে তাদের সরিয়ে দিয়েছি।”

অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি, খাগড়াছড়ি ও রামগড়মুখী এবং বিপরীতমুখী যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান ওসি।

সড়ক অবরোধের আগে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা দেন।

‘আবেগের বশে’ হয়ে শিক্ষার্থীরা এমন কাজ করেছে বলে মন্তব্য অধ্যক্ষ নুরুল হুদা বলেন, “হাটহাজারী কলেজের শিক্ষার্থীরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে। তাদের আন্দোলনের মুখে তালিকা পরিবর্তন হতে পারে এমন আশঙ্কায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।”

সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা তার কক্ষের তালা খুলে দেন বলে জানান অধ্যক্ষ।

তালিকা নিয়ে স্থানীয় সাংসদ ও ও পানিসম্পদমন্ত্রী আনিসুল উসলাম মাহমুদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

“মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি দুটো কলেজকেই জাতীকরণের চেষ্টা করার কথা জানিয়েছেন।”

এ বছর সারাদেশে ১৯৯টি কলেজ জাতীয়করণের ঘোষণা আসার পর ১৬ এপ্রিল চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করেন হাটহাজারী কলেজের শিক্ষার্থীরা। তালিকায় নাজিরহাট কলেজের নাম আছে।

হাটহাজারী উপজেলার শেষ প্রান্তে অবস্থিত নাজিরহাট কলেজ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত। ৫৫ বিঘা জমির উপর স্থাপিত কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় তিন হাজার।