অনুপম সেনকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনকে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 02:38 PM
Updated : 30 July 2016, 01:04 PM

শুক্রবার নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।

ড. অনুপম সেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আবু তাহের বলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানীয় অনুপম সেন দেশের উচ্চশিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছেন।

“তার মত একজন ব্যক্তিত্বকে হত্যার হুমকি সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, অনুপম সেনের মতো আন্তজার্তিকভাবে সমাদৃত একজন সমাজবিজ্ঞানীকে এ ধরনের হুমকি একটি কলংকজনক অধ্যায়।

এ ধরনের হুমকির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাজবিজ্ঞানী ও বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনসহ পাঁচ ব্যক্তিত্বকে গত ২৫ জুলাই ডাকযোগে এক চিঠি পাঠিয়ে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়।