বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের ২ কর্মকর্তাকে বদলির নির্দেশ

দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 11:51 AM
Updated : 28 July 2016, 11:58 AM

বৃহস্পতিবার দুপুরে নতুনপাড়া এলাকায় বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ে আকস্মিক অভিযানে গিয়ে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দায়িত্বে অবহেলা, আসদাচারণ ও সেবা গ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে মোটরযান পরিদর্শক মাঈনুদ্দিন চৌধুরী ও সহকারী রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলামকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য কর্মকর্তা টিপু বলেন, “দুপুরে ঝটিকা সফরে এসে মন্ত্রী ওবায়দুল কাদের সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এসময় তাদের কাছ থেকে মন্ত্রী বিভিন্ন অভিযোগ শোনেন।

“অভিযোগ শোনার পর দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দেন মন্ত্রী।”

নাসের জানান, পরিদর্শন শেষে বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। বৈঠকে সেবার মান বাড়ানোর পাশাপাশি সেবা গ্রহীতাদের ভোগান্তি কমানোরে নির্দেশ দেন তিনি।