সমাজবিজ্ঞানী অনুপম সেনকে হত্যার হুমকি দিয়ে চিঠি

জঙ্গি হামলা এবং তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে হত্যার হুমকি সম্বলিত চিঠি পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 11:15 AM
Updated : 28 July 2016, 05:39 PM

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্ত্তক ক্যাম্পাসে উপাচার্য অনুপম সেনের কার্যালয়ে বুধবার টাইপ করা চিঠিটি আসে বলে তিনি নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এই চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিনসহ আরও চারজনকে।

তারা হলেন- বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আহ্বায়ক চন্দন দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং  একাত্তরে ঘাতক-দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের আহ্বায়ক শওকত বাঙালী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অনুপম সেন বর্তমানে বেসরকারি প্রিমিয়ার বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য।

অনুপম সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কম্পিউটারে টাইপ করা চিঠিটি গতকাল (বুধবার) বিকালে কার্যালয়ে আসে। আজ  সকালে বিশ্ববিদ্যালয়ে এসে চিঠিটি দেখতে পাই।”

ডাকযোগে পাঠানো চিঠিটিতে প্রেরকের কোনো ঠিকানা উল্লেখ নেই বলেও জানান তিনি।

চিঠিতে বলা হয়, “যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। এটি একটি মীমাংসিত বিষয়।”

সমাজবিজ্ঞানী অনুপম সেন

অনুপম সেনসহ সবাইকে আগামী কোরবানির ঈদের দিন হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

অনুপম সেন মনে করেন, ‘ভয়ের আবহ’ সৃষ্টি করতে কেউ এ ধরনের চিঠিটি পাঠিয়েছে।

এনিয়ে কোনো ভীতি অনুভব করছেন না বলেও জানান বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এই অধ্যাপক।

“যারা মেরে ফেলে তারা চিঠি পাঠায় না। তাই আমি বিষয়টিকে ঝুঁকি মনে করছি না।”

‌বিষয়টি নিয়ে থানায় কোনো জিডি করবেন না বলেও শুরুতে জানালেও পরে পাঁচলাইশ থানায় অভিযোগ করেন অনুপম সেন।

বৃহস্পতিবার বিকালে লোক মারফত পাঁচলাইশ থানায় তিনি জিডিটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই থানার এসআই ইউসুফ আলী।