চট্টগ্রামে তিন দিনব্যাপী ‌‘কমপ্লায়েন্স’ কর্মশালা শেষ

চট্টগ্রামে পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে তিন দিনব্যাপী ‌‘কমপ্লায়েন্স’ কর্মশালা শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 01:43 PM
Updated : 25 July 2016, 01:43 PM

সোমবার নগরীর একটি হোটেলে বিভিন্ন গার্মেন্টের ‌‘কমপ্লায়েন্স’ কর্মকর্তাদের নিয়ে বিজিএমইএ আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে জার্মান ইন্টারন্যাশনাল কোঅপারেশন।

কর্মশালারি সমাপনী দিনের বক্তব্যে বিজিএমইএ’র পরিচালক কাজী মাহবুবউদ্দিন জুয়েল বলেন, গার্মেন্ট শিল্পের অব্যাহত অগ্রযাত্রায় কমপ্লায়েন্সের কোনো বিকল্প নাই।

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মস্থলে যথাযথভাবে প্রয়োগে কর্মশালায় অংশগ্রহণকারীদের পরামর্শ দেন তিনি।

দক্ষ মিড-লেভেল কর্মকর্তারাই গার্মেন্ট শিল্পকে সামনের দিকে এগিয়ে নিবে বলেও আশাবাদ ব্যক্ত বিজিএমইএ’র এই নেতা।

কর্মশালায় বিভিন্ন গার্মেন্টের ৩০ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন কাজী মাহবুব।

কর্মশালার সমাপনীতে অন্যদের মধ্যে বিজিএমইএ পরিচালক সাইফ উল্লাহ মনসুর উপস্থিত ছিলেন।