চট্টগ্রামের পাহাড়ে অবৈধ গ্যাস-পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের পাহাড়ে ঝুকিপূর্ণভাবে বাস করা শতাধিক পরিবারের অবৈধ গ্যাস-পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 09:27 AM
Updated : 25 July 2016, 09:27 AM

সোমবার সকালে লালখান বাজারের মতিঝর্ণা পাহাড়ে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন, তাদের সরে যেতে মাইকে অনুরোধ করা হয়েছে। এরপর অবৈধভাবে নেওয়া শতাধিক ঘরের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

অবৈধভাবে নেওয়া বিদ্যুতের এসব লাইন নগরীর বিভিন্ন ‘প্রধান লাইন থেকে টানা হয়েছিল’ জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভ্রাম্যমাণ আদালতের এ হাকিম।

উচ্ছেদ অভিযানে তিনি ছাড়াও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন রোজার ঈদের পর চট্টগ্রামের বিভিন্ন পাহাড় থেকে ‘দখলদারদের’ উচ্ছেদ করার ঘোষণা দিয়েছিলেন।

গত ২০ জুন ‘পাহাড় ব্যবস্থাপনা কমিটির’ পঞ্চদশ সভার পর কমিশনার সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রাথমিক পর্যায়ে বসতি স্থাপনকারীদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এরপর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সহায়তায় দখলদারদের উচ্ছেদ করা হবে বলে সে সময় ঘোষণা দেন তিনি।