চট্টগ্রামে সাড়ে ২২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে প্রায় সাড়ে ২২ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 02:07 PM
Updated : 23 July 2016, 02:07 PM

শনিবার বিকালে নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস শুক্কুর (৪৪) ও নাহারুন বেগম (২৮) কক্সবাজরের টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ার বাসিন্দা।

গ্রেপ্তারের পর তারা নিজেদের চাচাত ভাই-বোন বলে পরিচয় দিয়েছেন। শুক্কর টেকনাফ নোয়াখালী পাড়ার কবির আহমেদের ছেলে ও নাহারুন ছবির আহামদের মেয়ে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক ইব্রাহীম খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পর তল্লাশি করে শুক্কুরের কোমরে বাঁধা অবস্থায় এবং নাহারুনের ব্যাগের ভেতর থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

গ্রেপ্তারকৃতরা টেকনাফ ইয়াবাগুলো নিয়ে ঢাকা যাচ্ছিলেন জানিয়ে তিনি বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে শুক্কুর ও নাহারুন পানিপথ বেছে নিয়েছিল।”

টেকনাফ থেকে তারা ইয়াবা নিয়ে বাঁশখালী, আনোয়ারা উপজেলা হয়ে নদী পথে চট্টগ্রাম নগরীতে আসে বলেও জানান অধিপ্তরের কর্মকর্তা ইব্রাহীম।

তিনি বলেন, গ্রেপ্তারের পর শুক্কর ও নাহারুন নিজেদের চাচাত ভাই-বোন পরিচয় দিলেও তারা পেশাদার মাদক বিক্রেতা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইব্রাহীম খান বাদী হয়ে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।