চট্টগ্রামে জঙ্গিবিরোধী মিছিল-সমাবেশ

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 11:36 AM
Updated : 23 July 2016, 02:04 PM

শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে মিছিল পূর্ববর্তী সমাবেশে অধ্যাক্ষ ঝরনা খানম বলেন, জঙ্গিবাদ ধর্মের শত্রু, মানবতার শত্রু। জঙ্গিবাদকে ঐক্যব্ধভঅবে রুখে না দাঁড়ালে শুধু বাংলাদেশ নয়, মানব সভ্যতা চরম বিপর্যয়ে পড়বে।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার কাজে সকল শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মুহাম্মদ হযরত আলী মিঞা, অধ্যাপক মঈন উদ্দীন, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, ছাত্র সংসদের (দিবা) ভিপি আবু তাহের, জিএস মারুফ আহমেদ সিদ্দিকী, ছাত্র সংসদ (নৈশ) ভিপি রাজিব হাসান রাজন, জিএস জাহিদুল হক চৌধুরী মার্শাল প্রমুখ।

কর্মসূচিতে সিটি কলেজের শিক্ষক-কর্মচারী ছাড়াও সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেশ শেষে একটি জঙ্গিবাদবিরোধী মিছিল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়, দারুল ফজল মার্কেট, কেন্দ্রিয় শহীদ মিনার, সিনেমা প্যালেস, লালদীঘির পাড়, কোতোয়ালির মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।