ইডিইউতে মাসব্যাপী গবেষণা কর্মশালা সমাপ্ত

চট্টগ্রামের ইস্টডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শিক্ষকদের মাসব্যাপী গবেষণা বিষয়ক কর্মশালা শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 11:01 AM
Updated : 23 July 2016, 11:23 AM

নগরীর প্রবর্তক মোড়ে ইডিইউর একামেডিক ভবনে শুক্রবার রাতে কর্মশালার শেষদিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেয়শিয়ার (আইআইইউএমর) ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক আতাউল হক প্রামাণিক।

অনুষ্ঠানে তিনি বলেন, গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের কোনো শিক্ষক নিজেকে প্রকাশ করতে পারেন না। যারা শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান তাদের উচিত বেশি করে গবেষণায় সমৃদ্ধ হওয়া, ডুবে থাকা।

ভালো স্কলার হতে চাইলে আগ্রহ গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধ্যাপক প্রমাণিক বলেন, এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচিত দক্ষ গবেষক সৃষ্টিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালেয়শিয়ার আইআইইউএমের সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুস এবং দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।

অধ্যাপক কুদ্দুস বলেন, ভালো গবেষক হতে যেমন প্রচুর পড়াশোনা দরকার, তেমনি চাই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। এ ধরনের কর্মশালা আরও আন্তর্জাতিক পরিসরে হলে জ্ঞানের প্রসারতা ও গভীরতা দুটোই বাড়বে।

দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, উচ্চ শিক্ষার শেষ বলে কিছু নেই। একজন গবেষক তার কর্মের মাধ্যমে কেবল নিজেকে মেলে ধরেন তা নয়, তার মাধ্যমে পুরো জাতি উপকৃত হয়।

সভাপতির বক্তব্যে ইডিইউ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, যারা গবেষণা করবেন তাদের যেমন উদ্যোগী হতে হবে, তেমনি আমরা যারা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আমাদের উচিত সব ধরনের সুযোগ নিশ্চিত করা।

তিনি গবেষণা বৃদ্ধিতে ইডিইউ কর্তৃপক্ষ অনেক বেশি সচেষ্ট বলে জানান।

সমাপণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শামস উদ দোহা, সহকারী ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, পরিচালক (প্ল্যানিং) শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়–য়া, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।