সিপিজেএ সম্মেলন থেকে নতুন নেতৃত্ব

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে নতুন নেতৃত্ব পেয়েছে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 07:29 PM
Updated : 27 June 2016, 07:29 PM

সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান বাদল, আর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংগঠনের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের আলোচনা পর্ব শেষে সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত চলে নতুন নেতৃত্ব ঠিক করতে নির্বাচন। এর মধ্যে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট নয় সদস্যের কমিটি নির্বাচন করা হয়।

এর আগে দুপুরে সিপিজেএ’র পুরনো কমিটির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভা শুরু হয়, যাতে পর্বে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া  প্রশাসন একা কোনো কাজ করতে পারে না।

এর উদাহরণ হিসেবে সম্প্রতি চট্টগ্রামে বিভিন্ন বাজার ও বিপণী বিতানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি তুলে ধরেন তিনি।

জেলা প্রশাসক বলেন, রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে দ্রব্য মূল্য অনেক সহনীয় পর্যায়ে এসেছে।

ব্যবসায়ীরা সতর্ক হয়ে ‘অতি মুনাফার’ লোভ থেকে সরে আসায় জনগণ তার সুফল পাচ্ছে বলেও মনে করেন মেজবাহ উদ্দিন।

সিপিজেএ’র আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বক্তব্য রাখেন।

এসময় বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান সিপিজেএ’র উপদেষ্টা অশোক চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্ত্তী , নিবার্হী সদস্য আসিফ সিরাজ, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উপস্থিত ছিলেন।