চট্টগ্রামে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ২২ লাখ টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা করায় চট্টগ্রামের চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 03:58 PM
Updated : 26 June 2016, 03:59 PM

রোববার নগরীর মেহেদিবাগ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

এসময় আমদানি নিষিদ্ধ ওষুধ রাখায় ওই এলাকার তিনটি ফার্মেসিকেও এক লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত হাসপাতালগুলো হল- মেহেদিবাগ এলাকার ন্যাশনাল হাসপাতাল ও মেডিকেল এলাকার ‘এপিক হেল্থ কেয়ার’। দুই ডায়াগনস্টিক সেন্টার হল- ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

ম্যাজিস্ট্রেট সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা করা হচ্ছিল এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে।

ন্যাশনাল হাসপাতালকে ছয় লাখ, এপিক হেল্থ কেয়ারকে পাঁচ লাখ, ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।