পাম অয়েল, গাম, রংয়ে ‘গাওয়া ঘি’

পাম অয়েল, রং, মাস্টার গাম ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে চট্টগ্রামে তৈরি হচ্ছিল ‘বাঘা বাড়ির এক নম্বর গাওয়া ঘি’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 03:07 PM
Updated : 26 June 2016, 03:07 PM

রোববার নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকার আমিন হাজির পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে এরকম একটি ঘি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘি তৈরির প্রধান উপকরণ দুধ। কিন্তু ওই কারখানায় দুধ তো দূরের কথা, দুধের প্যাকেটও পাওয়া যায়নি।

ওই এলাকায় দুটি কক্ষ ভাড়া নিয়ে পাম অয়েল, মাস্টার গাম, কৃত্রিম ফ্লেভার ও রং দিয়ে এসব ঘি বানানো হচ্ছিল।

নিজেদের বানানো সিল দিয়ে ইচ্ছে মতো মেয়াদের তারিখ বসানো হত বলে জানান রুহুল আমিন।

এসময় ঘি বাজারজাত করার জন্য রাখা ৩২৭টি ঘি’র কৌটা ও পামওয়েলের পাঁচটি ড্রাম ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক মো. ইব্রাহিম পালিয়ে যান বলেও জানান রুহুল আমিন।

একই এলাকায় এম এইচ প্যাকেজিং নামের একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১০০ কেজি পলিথিন জব্দ এবং কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।