‘ভোট পাল্টায়, জোটও পাল্টায়’

‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’- জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের বিষয়ে সেই সুরেই কথা বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 02:58 PM
Updated : 26 June 2016, 02:58 PM

২৮ বছর আগে এইচ এম এরশাদ ক্ষমতায় থাকাকালে চট্টগ্রামে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে পুলিশের গুলির মামলায় সাক্ষ্য দিতে এসে আসামি পক্ষের আইনজীবীর জেরায় একথা বলেন তিনি।

১৯৮৮ সালে আটদলীয় জোটের ওই সমাবেশে পুলিশ গুলি চালালে ২৪ জন নিহত হন। আইনজীরা মানবঢাল তৈরি করে সেদিন রক্ষা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ইঞ্জিনিয়ার মোশাররফ চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিনের আদালতে সাক্ষ্যে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন গুলি চালানো হয়েছিল।

মামলার প্রধান আসামি চট্টগ্রামের তৎকালীন পুলিশ কমিশনার রকিবুল হুদা ‘নির্দেশিত’ হয়েই সেদিন গুলি চালাতে বলেছিলেন বলে দাবি করেন তিনি।

সাক্ষ্য শেষে মোশাররফকে জেরায় আসামি পক্ষের আইনজীবী আহাসানুল হক হেনা বলেন, “১৯৮৮ সালে এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন। এখনও এরশাদ আপনাদের জোটে আছেন?”

আওয়ামী লীগ ও বিএনপির সম্মিলিত আন্দোলনে ১৯৯০ সালে এরশাদের পতনের পর ১৯৯৬ সালে তার দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেন শেখ হাসিনা। ২০০৮ সালে তাকে মহাজোটে নিয়ে পুনরায় ক্ষমতায় যায় আওয়ামী লীগ। বিএনপিবিহীন বর্তমান সংসদে জাতীয় পার্টি আছে বিরোধী দলের ভূমিকায়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

আইনজীবীর প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা মোশাররফ তখন বলেন, “ভোট পাল্টায়, জোট পাল্টায়। উনি (এরশাদ) আমাদের জোটে আছেন। কোন দিন দরখাস্ত দিয়ে ম্যাডাম খালেদা জিয়া আমাদের সাথে চলে আসেন, জানি না।”

সমাবেশে গুলির ওই ঘটনার অভিজ্ঞতায় এই রাজনীতিক বলেন, “একটি কথা বলি। এ ধরনের স্বৈরাচারী ভূমিকা বা ঘটনা বাংলাদেশে আর হওয়া উচিত নয়। সবাইকে সভা-সমাবেশ করতে দেওয়া উচিৎ।”