সোনা চোরাচালানের দায়ে ১০ বছর জেল

সোনা চোরাচালানের দায়ে এক ব্যক্তিকে দশ বছরের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 08:35 AM
Updated : 26 June 2016, 08:58 AM

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের সুলতান আহমদের ছেলে।

দশ বছর সাজার পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

২০১৪ সালের ২০ জানুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম নামার পর ২.৮ কেজি ওজনের ২৪টি সোনার বারসহ ধরা পড়েন সেলিম।

ওই ঘটনায় বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কমর্কর্তা আবদুল্লাহ আল মাসুম পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ৯ জুন অভিযোগপত্র দেয়।

আটজনের সাক্ষ্য শুনে আদালত রোববার এ মামলার রায় ঘোষণা করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে।”

রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।