বিনা টিকেটে প্ল্যাটফরমে, ৩ জনকে জরিমানা

টিকেট ছাড়াই চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফরমে অবস্থান করায় তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 01:25 PM
Updated : 27 June 2016, 10:54 AM

শনিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট আব্দুল্লাহ আল মনসুর ও শেখ নুরুল আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাদের এই জরিমানা করে।

আব্দুল্লাহ আল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত টিকেট কালোবাজারি বন্ধে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে।

“ঈদের সময় অনেকে বিনা টিকেটে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করে। এটা বন্ধ করতেই বিনা টিকেটে প্ল্যাটফরমে অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।”

এসময় বিনা টিকেটে প্ল্যাটফরমে অবস্থান করায় তিন ব্যক্তিকে রেলওয়ে (এমন্ডমেন্ট) অ্যাক্ট-১৯৭৫ অনুসারে জরিমানা করা হয় বলে জানান আব্দুল্লাহ আল মনসুর।

অভিযানে রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির উপস্থিত ছিলেন।

অভিযানে সহায়তা করে রেলওয়ে পুলিশ।

আব্দুল্লাহ আল মনসুর বলেন, টিকেট যাতে কালোবাজারির হাতে না পড়ে এবং ঈদের সময় কেউ যাতে বিনা টিকেটে ভ্রমণ না করে তা নিশ্চিত করতে ৫ জুলাই পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।