শুল্ক ফাঁকি: বন্দরে ২০ ট্রাক জিপি শিট আটকে জরিমানা 

শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম বন্দরে আমদানি করা ২০ ট্রাক গ্যালভানাইজড প্লেইন (জিপি) শিট আটকের পর জরিমানা ও অতিরিক্ত শুল্ক আদায় করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2016, 05:24 PM
Updated : 24 June 2016, 05:24 PM

শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটি গেট এলাকায় এসব জিপি শিট আটক করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেকেন্ডারি কোয়ালিটি ঘোষণা দিয়ে প্রাইম কোয়ালিটির জিপি শিট আমদানি করা হয়। এতে ২৪ লাখ টাকার রাজস্ব হারানোর সম্ভাবনা ছিল।

“এ কারণে আমদানিকারকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফাঁকি দেওয়া শুল্ক করও আদায় করা হয়েছে।”

শুল্ক ও জরিমানা আদায়ের পর আটক জিপি শিটগুলো ছেড়ে দেওয়া হয়।

জেঅ্যান্ডজেড স্টিল কোম্পানি লিমিটেড নামের আমদানিকারক ৪৮৩ মেট্রিক টন পণ্য আমদানি করে। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট রুমানা এন্টারপ্রাইজ। 

প্রাইম কোয়ালিটিতে জিপি শিটের প্রতি টনের মূল্য ধরা হয় ৭০০ মার্কিন ডলার। কিন্তু সেকেন্ডারিতে মূল্য ৪৭০ ডলার। এই তারতম্যের কারণে শুল্ক ফাঁকি হয়েছিল ২৪ লাখ টাকা।