৬৫ বছর বয়সসীমার দাবিতে চবিতে কর্মবিরতি

চাকরির বয়সসীমা ৬৫ বছর করাসহ পাঁচ দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2016, 11:46 AM
Updated : 14 June 2016, 11:46 AM

মঙ্গলবার কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক রশীদুল হায়দার জাবেদ সমাবেশে বলেন, “বেতন স্কেল সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এখতিয়ারবহির্ভূত পত্র প্রত্যাহার ও ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

“টাইম স্কেল ও সিলেকশন গ্রেড আমাদের রুটি-রুজির সাথে সম্পৃক্ত, যা বন্ধ হলে কমকর্তাদের আয় ও পদোন্নতি বাধাগ্রস্ত হবে। তাই আমাদের দাবি চাকরির মেয়াদ ৬৫ করার পাশাপাশি বেতন স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখা হোক।”

কর্মকর্তাদের দাবির মধ্যে আরও রয়েছে- বেতন কাঠামোয় রেজিস্ট্রার বা সমমান পদে দ্বিতীয় গ্রেডে, উপ-রেজিস্ট্রার বা সমমান পদে তৃতীয় গ্রেডে, সহকারী রেজিস্ট্রার বা সমমানের পদে ষষ্ঠ গ্রেডে এবং প্রথম শ্রেণির কমকর্তাদের অষ্টম গ্রেডে বেতন নির্ধারণ করা।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আগে একই দাবিতে ১২ জুন মানববন্ধন ও ১৩ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা।

চবি অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।