জিয়ার প্রথম কবরে বিএনপির শ্রদ্ধা

রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার প্রথম কবরে শ্রদ্ধা জানিয়েছে দলটির নেতারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 05:29 PM
Updated : 30 May 2016, 05:29 PM

১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়া। তখন তাকে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় দাফন করা হয়েছিল।

পরে জিয়ার কবর ঢাকায় শেরে বাংলা নগরে স্থানান্তর হয়। সেখানে কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হলেও রাঙ্গুনিয়ার ওই কবরে বরাবরই ফুল দিয়ে আসছেন বিএনপির নেতারা।  

সোমবার দুপুরে চট্টগ্রাম নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা রাঙ্গুনিয়ায় যান। সেখানে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন তারা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার, শাহাদত হোসেন, মাহবুবুর রহমান শামীম, সামশুল আলম এসময় উপস্থিত ছিলেন।