বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দের দাবি যুব ইউনিয়নের

আগামী অর্থ বছরের বাজেটে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 04:19 PM
Updated : 28 May 2016, 04:19 PM

শনিবার বিকালে ‘যুব বান্ধব ও যুব কর্মসংস্থান উপযোগী বাজেট প্রণয়ন’ দাবিতে মিছিল-সমাবেশ করে যুব ইউনিয়ন।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া বলেন, আইএলও’র সর্বশেষ বিশ্ব যুব কর্মসংস্থান পরিস্থিতির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এক কোটিরও বেশি বেকার যুবক আছে।

“অথচ দেশে সরকারি চাকরিতে এখনও তিন লাখ পদ খালি। বিভিন্ন সরকারি বিভাগে জনবল সংকট চরমে।”

রিপায়ন বড়ুয়া বলেন, কর্মসংস্থানের অভাবে যুব সমাজ আজ দিশেহারা।

“এ পরিস্থিতিতে যুব সমাজের তথা দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে প্রয়োজন- কর্মসংস্থান হয় এমন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। এ জন্য আগামী বাজেটেই প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।”

সভায় অন্যদের মধ্যে যুবনেতা মোহাম্মদ শাহ্ আলম, সুব্রত ধর মিঠু, উজ্জ্বল সিকদার, তসলিম উদ্দিন, জাবেদ চৌধুরী, প্রীতম দাশ ও নাবিলা তানজিনা বক্তব্য রাখেন।

এর আগে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।