ভোটকেন্দ্রে ‘প্রভাব বিস্তার’: চট্টগ্রামে আ. লীগ নেতা আটক

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 10:08 AM
Updated : 28 May 2016, 10:08 AM

আব্দুল কাদের সুজন

আটক আব্দুল কাদের সুজন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তার ভাই আব্দুল ওয়াদুদ কড়লডেঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।

শনিবার দুপুরে তালুকদার পাড়া এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে অবৈধভাবে ঘোরাফেরার সময় তাকে বিজিবি সদস্যরা আটক করে বলে বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিনি ওই কেন্দ্রের ভোটার নন। সেখানে অবৈধভাবে যাওয়ায় তাকে আটক করে বিজিবি।”

আটকের পর সুজনকে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান মাহবুবুল আলম।

এর আগেই কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবের আহমদকে ব্যালট পেপারসহ আটক করে বিজিবি।