চট্টগ্রামে ‘বন্ড সুবিধায় আনা’ পণ্যবোঝাই কভার্ড ভ্যান আটক

চট্টগ্রামের সিটি গেইট এলাকা থেকে প্লাস্টিকের দানা ও গার্মেন্টস পণ্য ভর্তি দুটি কভার্ড ভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 12:20 PM
Updated : 27 May 2016, 12:20 PM

শুক্রবার ভোররাতে আকবার শাহ থানার সিটি গেইট এলাকা থেকে ভ্যান দুটি আটক করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ভ্যানগুলোর একটি তৈরি গার্মেন্টস পণ্য এবং অন্যটি প্লাস্টিকের দানা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা উত্তম বলেন, “ধারণা করা হচ্ছে বন্ড সুবিধায় আনা মালামালগুলো খোলাবাজারে বিক্রির জন্য চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।”

গার্মেন্টস পণ্যবাহী কভার্ড ভ্যানটি খাতুনগঞ্জ থেকে এবং প্লাস্টিক দানা নিয়ে অন্য কভার্ড ভ্যানটি বহদ্দারহাট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে গাড়ির চালক শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের জানিয়েছে।

তবে মালামালগুলো কোন কোন প্রতিষ্ঠানের তা জানা যায়নি উল্লেখ করে উত্তম বলেন, “পণ্যগুলো কাদের এবং কেন ঢাকা পাঠানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।”