চন্দনাইশে ইউপি সদস্য প্রার্থীর উপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশের একটি ইউনিয়নে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে এক সদস্য প্রার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 11:25 AM
Updated : 25 May 2016, 11:25 AM

বুধবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সুবল কুমার দের উপর হামলা হয়।

সুবলের অভিযোগ, সকালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই ব্যক্তি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় ওই দুই ব্যক্তি তাকে মারধর করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুবল দে বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন।

তিনি ছাড়াও এই ওয়ার্ডের আরও পাঁচজন প্রার্থী রয়েছেন।

সুবল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা বর্তমান ইউপি সদস্য নওশা মিয়ার পক্ষের।”

মারধরের পর হত্যার হুমকিও তা দিয়ে যায় বলে অভিযোগ করেন সুবল।

চন্দনাইশ থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, নির্বাচনী কর্মকর্তার কাছে এই ধরনের একটি অভিযোগ গেলেও তার কাছে কোনো অভিযোগ আসেনি।

“এ বিষয়ে নির্বাচনী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে,” বলেন ওসি।