সাদা পোশাকে অভিযানে যাওয়ায় ৩ পুলিশ প্রত্যাহার

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সাদা পোশাকে অভিযানে যাওয়ায় চট্টগ্রামের পাহাড়তলী থানার এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 07:30 PM
Updated : 5 May 2016, 07:30 PM

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাদেরকে পাহাড়তলী থানা থেকে প্রত্যাহার করে উপ-কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয় বলে জানান ওসি রণজিৎ বড়ুয়া।

তারা হলেন- থানার এসআই চম্পক চক্রবর্ত্তী, এএসআই কাজল বড়ুয়া ও কনস্টেবল আব্দুল ওহিদ।

পুলিশ কর্মকর্তা রণজিৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই তিন পুলিশ সদস্য বিকালে একে খান গেইট এলাকায় এক মাদক ব্যবসায়ীকে ধরতে সাদা পোশাকে অভিযানে যান।

“এ সময় জাহেদ নামে এক মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ তারা গ্রেপ্তার করেন।”

জাহেদের বিরুদ্ধে পাহাড়তলী ও আকবর শাহ থানায় এর আগে দুটি মাদক মামলা হয় জানিয়ে ওসি রণজিৎ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সাদা পোশাকে অভিযানে যাওয়ায় তাদেরকে থানা প্রত্যাহার করে নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।