ফেইসবুক পেইজে অনুমতি ছাড়া চবির নাম-লোগো নয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবহার করে অনলাইন পত্রিকা বা ফেইসবুক পেইজ চালানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 02:27 PM
Updated : 5 May 2016, 02:27 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো পত্রিকা বা ফেইসবুক পেইজ ও অন্য কোনো প্রকাশনা বের করা বেআইনি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া কোনো অনলাইন পত্রিকা, ফেইসবুক পেইজ বা অন্য কোনো প্রকাশনা বের করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চবির নাম ও লোগো ব্যবহার করে ফেইসবুকে অনেকগুলো পেইজে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় এই সিদ্ধান্ত বলেও জানান রেজিস্ট্রার কামরুল হুদা।