চট্টগ্রাম নগরীতে সোডিয়াম লাইট পাল্টে এলইডি লাইট

সড়কবাতি হিসেবে দীর্ঘদিনের সোডিয়াম লাইট পাল্টে নগরীর কয়েকটি স্থানে এলইডি লাইট স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 03:12 PM
Updated : 3 May 2016, 03:12 PM

মঙ্গলবার প্রথমবারের মত নগরীর টাইগারপাস মোড় থেকে লালখান বাজার হয়ে কাজীর দেউড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ১০০টি এলইডি লাইট বসিয়েছে সিসিসি’র বিদ্যুৎ উপ-বিভাগ।

মঙ্গলবার সন্ধ্যায় সিসিসি’র এ পাইলট প্রকল্পটি উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আ জ ম নাছির বলেন, সড়কবাতি বাবদ প্রতি মাসে ৭০ লাখ টাকা বিদ্যুৎ বিল দেয় সিসিসি। এলইডি লাইট লাগানোর ফলে সেটি অর্ধেক কমে আসবে। বিদ্যুৎ সাশ্রয় হবে প্রায় ৭৫ শতাংশ।

প্রতিটি এলইডি লাইটের পেছনে খরচ হয়েছে ৪৯ হাজার টাকা। ১০০টি এলইডি লাইট স্থাপনে সিসিসি’র মোট ব্যয় হয়েছে ৪৯ লাখ টাকা।

তার মধ্যে ৭৮ ওয়াটের ৬০টি ও ১১৫ ওয়াটের ৪০টি এলইডি বাতি লাগানো হয়েছে বলে সিসিসি’র বিদ্যুৎ প্রকৌশলীরা জানিয়েছেন।

এসব বাতি আগের ১৫০ ওয়াটের সোডিয়াম বাতির চেয়েও বেশি আলোকক্ষমতা সম্পন্ন বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

সিটি মেয়র জানান, পুরো শহর এলইডি আলোকায়নের আওতায় আনার কাজে কয়েকটি বিদেশি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। আমরা প্রস্তাবগুলো বিচার-বিশ্লেষণ করে দেখছি।

“পুরো শহর এলইডি’র আওতায় নিয়ে আসতে পারলে রাতে অপরাধপ্রবণতা যেমন কমবে- তেমনি পরিচ্ছন্নতার কাজেও গতি বৃদ্ধি পাবে।”

উদ্বোধনীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিসি’র পানি ও বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. জাভেদ, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, গিয়াস উদ্দিন ও সিসিসি’র বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মো. মাহফুজুল হক।