‘মে দিবস চুরি হয়ে মালিকদের পকেটে’

বছর বছর শ্রমিক সংহতি দিবস পালিত হলেও শ্রমিকদের ন্যূনতম অধিকার না মেলায় চট্টগ্রামে মে দিবসের কর্মসূচিতে ক্ষোভ ঝরেছে শ্রমিক নেতাদের কণ্ঠে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 08:50 AM
Updated : 1 May 2016, 10:27 AM

রোববার ডিসি হিলে এক সমাবেশে তারা মালিকদের বিরুদ্ধে ‘ছলচাতুরি’ করে শ্রমিক ‘ঠকানোর’ অভিযোগ এনেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলীয় কমিটি  আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, “মে দিবস আজ চুরি হয়ে মালিকদের পকেটে বন্দি হয়ে গেছে।”

শ্রমিকরা এখনও ‘ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত’ বলে অভিযোগ করেন তিনি।

“কত মে দিবস এল-গেল, অথচ শ্রমিকরা এখনো নিয়োগপত্র পায় না, তাদের সার্ভিস বুক নাই, নাই আট ঘণ্টা কাজের প্রতিশ্রুতি রক্ষার সদিচ্ছা। তাহলে মে দিবসের সুফল কার হাতে?”

সড়কে পরিবহন শ্রমিকদের উপর ‘পুলিশি হয়রানি’ বন্ধের আহ্বান জানিয়ে মৃণাল চৌধুরী বলেন, “নানা ধরনের হয়রানি হচ্ছে, কখনও বিআরটিএ, কখনও পুলিশ, কতভাবে যে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে- তার ইয়ত্তা নেই। এগুলো বন্ধ করতে হবে।”

সরকারি গেজেট অনুযায়ী শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ ছাড়ের দাবি জানিয়ে এজন্য এক মাসের সময় বেঁধে দেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমিনও সড়কে ‘পুলিশি হয়রানির’ নিন্দা জানান।

তিনি বলেন, “আমাদের নিরাপত্তার জন্যই আমরা হাইওয়ে পুলিশ চেয়েছিলাম। এখন সেই পুলিশ আমাদের চালকদের উপর চাঁদাবাজি করছে।”

চট্টগ্রামে ট্রাক টার্মিনাল নির্মাণে বরাদ্দ দেওয়া জমির ৩০ শতাংশ শ্রমিক মালিকানায় দেওয়ারও দাবি জানান তিনি।

অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা ও শ্রমিক নেতা মো. মূছা এ সমাবেশে বক্তব্য দেন।