চট্টগ্রামে গণপিটুনিতে তিন জনকে হত্যায় ৩ মামলা

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে তিন জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 11:51 AM
Updated : 28 April 2016, 11:52 AM

বুধবার রাতে আকবর শাহ থানায় হত্যার ঘটনাসহ অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মোট তিনটি মামলা করা হয় বলে ওসি সদীপ কুমার দাশ জানিয়েছেন।  

তিনি বলেন, “হত্যা মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি ও অন্য দুই মামলায় গ্রেপ্তার ও নিহতদের আসামি করা হয়েছে।”

গণপিটুনির ঘটনার পর ডাকাত সন্দেহে গ্রেপ্তার পাঁচজন

চট্টগ্রামের উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বেশ কয়েক মাস ধরে ‘ডাকাতির উৎপাত’ বাড়ায় পাহাড়া বসিয়েছিল স্থানীয়রা।

মঙ্গলবার রাত ৩টার দিকে একদল লোক ওই এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয় বলে পুলিশ জানিয়েছিল। এতে তিন জন নিহত হয় ও পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে করা মামলা দুটিতে নিহত তিন জনসহ গ্রেপ্তার হওয়া রুবেল (১৮), আলাউদ্দিন (১৭), রুবেল (১৮), রানা (১৮) ও মনিরকে (১৮) আসামি করা হয়েছে বলে জানান ওসি সদীপ।

নিহত তিন জনের লাশ আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বলে জানান তিনি।