চট্টগ্রামে ৬ জাহাজকে সোয়া দুই লাখ টাকা জরিমানা

বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বন্দর চ্যানেলে ছয় লাইটারেজ জাহাজকে সোয়া দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 12:19 PM
Updated : 14 Feb 2016, 02:03 PM

পাশাপাশি একটি অয়েল ট্যাংকার থেকে বন্দরের বকেয়া চার লাখ ৯৩ হাজার টাকা আদায় করা হয়েছে।

রোববার বন্দর ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম পরিচালিত এ আদালত বন্দর জেটির ভেতরে অবৈধ অনুপ্রবেশ করে চুরির অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের দণ্ডাদেশও দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবুল হাশেম বলেন, “ওভারলোডিং, জাহাজ পরিচালনাকারী মাস্টারের বৈধ সনদ না থাকা, পরিবেশ দূষণ ও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় জাহাজগুলোকে জরিমানা করা হয়।”

দণ্ডপ্রাপ্ত জাহাজগুলো হল- এমভি আল ইনসান, এমভি সায়েম আহমেদ, এমভি গোল্ডেন রুবি, ওটি রাইসা, এমভি এ কে এম শাহনেওয়াজ ও এমভি কাজী সোনিয়া।

অভিযানে অয়েল ট্যাংকার এমটি রজনীগন্ধার কাছ থেকে পাওনা চার লাখ ৯৩ হাজার টাকা আাদয় করা হয় বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট হাশেম বলেন, জেটিতে অবৈধ অনুপ্রবেশ করে মালামাল চুরির অপরাধে আবু তাহের নামে এক ব্যক্তিকে তিনমাসের দণ্ড দেওয়া হয়।