সীতাকুণ্ডে স্কুল পিকনিকের বাস উল্টে আহত ২০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্কুল পিকনিকের বাস উল্টে চালকের সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 03:31 PM
Updated : 12 Feb 2016, 03:31 PM

সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইয়াসিন ফারুক জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার মাদামবিবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চালকের সহকারী আমিরুল্লাহ'র নাম জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানাতে না পারলেও তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।

চট্টগ্রামে মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, চালকের সহকারী আমিরুল্লাহর তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফেনীর সোনাগাজী উপজেলার আল হেরা একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ওই বাসে করে চট্টগ্রামের আনোয়ারা ‍উপজেলার পারকি সমুদ্র সৈকতে পিকনিকে যায়।

ফেরার পথে মাদামবিবির হাট এলাকা কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

সার্জেন্ট ইয়াসিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়ক বিভাজকে ধাক্কা দেয়; তারপর সেটি উল্টে যায়।

উল্টে যাওয়া বাসের নিচ থেকে আহত শিক্ষার্থী ও অভিভাবকদের অন্তত ২০ জনকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বলে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।