এক সংযোগ নিয়ে শ’ বাড়িতে গ্যাস, জেল-জরিমানা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অবৈধভাবে সংযোগ নিয়ে শতাধিক বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ করায় একজনকে তিনমাস জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 12:38 PM
Updated : 11 Feb 2016, 12:38 PM

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) পক্ষ থেকে বৃহস্পতিবার পাহাড়তলী রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি।

এতে পাহাড়তলীর ভেলুয়ার দীঘির উত্তর পাড়ের বাসিন্দা হাকিম বক্সের অবৈধ সংযোগ থেকে দেওয়া শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান কেজিডিসিএল’র ম্যানেজার (ভিজিল্যান্স) হাসান সোহরাব।

তিনি বলেন, “হাকিম বক্স অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে শতাধিক বাসা-বাড়িতে সংযোগ দেন। এজন্য তাকে তিনমাস কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”