চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান

নৌ বাহিনীর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 09:47 AM
Updated : 11 Feb 2016, 09:47 AM

এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খালেদ ইকবালকে প্রেষণে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তিনি রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া প্রেষণে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক ও চট্টগ্রাম চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

কোস্ট গার্ডের মহাপরিচালক নিয়োগ দিতে সহকারী নৌ প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালেয়ে ন্যস্ত করা হয়েছে।

আর কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্বে থাকা রিয়ার এডমিরাল মোহাম্মদ মকবুল হোসনকে নৌ বাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিতে যশোরের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আজমল কবীরকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।