চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকায় পাঁচ বছর আগে মা-ছেলে খুনের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 01:35 PM
Updated : 9 Feb 2016, 01:35 PM

সোমবার রাতে ওই আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সন্ধ্যায় পিবিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

পিবিআই চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বশির আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোড়া খুন মামলার পলাতক আসামি মো. রুবেলকে (২৫) কর্ণফুলী থানার দক্ষিণ ইছানগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

রুবেল নগরীর পশ্চিম মাদারবাড়ির এসআরবি রেলওয়ে বস্তির জাহিদুল ইসলামের ছেলে।

ওই বস্তিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১১ সালের ২ ও ৩ ডিসেম্বর স্থানীয় বেলায়েত হোসেনের ঘরে হামলা চালিয়ে তার স্ত্রী জাহানারা বেগম (৩৭) ও ছেলে জামাল উদ্দিনকে (১৭) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩ ডিসেম্বর জাহানারা এবং ৪ ডিসেম্বর জামাল মারা যান।

এ ঘটনায় বেলায়েত হোসেন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে নগরীর ডবলমুরিং থানায় মামলা করেন।

মামলার পর মোক্তার নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল মোক্তার।

তদন্ত শেষে ২০১২ সালের ২১ ডিসেম্বর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে রুবেল, ইসমাইল ও রোকেশ নামে তিন আসামির বিস্তারিত পরিচয় না পাওয়ায় তাদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

এ ঘটনার তদন্তে আদালত সিআইডিকে নির্দেশ দিলে তারা ২০১৫ সালের ২ নভেম্বর সম্পূরক অভিযোগপত্র দেয়। তবে তাতেও ওই তিন আসামির পরিচয় উদঘাটনে ব্যর্থ হয় তারা।

সর্বশেষ গত বছরের ডিসেম্বরে অদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।