চট্টগ্রাম বন্দরের জমিতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম বন্দরের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দশটি দোকান, পাঁচটি গ্যারেজ ও একটি হোটেল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 01:14 PM
Updated : 9 Feb 2016, 01:14 PM

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর ইপিজেড ও বন্দর থানার কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।

পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইপিজেড খানার সাত নম্বর খাল সংলগ্ন এলাকা থেকে পাঁচটি দোকান ও একটি গ্যারেজ উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া বন্দর থানার পোর্ট কলোনি ও ইস্ট কলোনি এলাকা থেকে অবৈধভাবে গড়ে ওঠান পাঁচটি দোকান, চারটি গ্যারেজ ও একটি হোটেল উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে দখলদারদের মোট ১৮ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযানে বন্দরের ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।