চট্টগ্রামে ১৭ বছর আগের মামলায় ব্যবসায়ীর জেল-জরিমানা

৭৫ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় ১৭ বছর আগের মামলায় চট্টগ্রামের এক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 12:28 PM
Updated : 8 Feb 2016, 12:28 PM

সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন নগরীর আগ্রাবাদ এলাকার সোলার সিন্ডিকেট নামের প্রতিষ্ঠানের মালিক পলাতক কাজী ফরহাদ হোসেনকে এই দণ্ড দেন।

মামলায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৯ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে কয়েক দফায় ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

তিনি বলেন, ৪২০ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরহাদ হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৪০৬ ধারায় তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে।

আদালত সূত্র জানায়, ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক রফিক উদ্দিন খান বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় ২০১৪ সালে অভিযোগপত্র দেওয়ার পর অভিযোগ গঠন করা হয় গত ১৮ মার্চ।

আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দিয়েছে।