ঘোষ সুইটসে বাসি, ধানসিঁড়িতে ছত্রাক পড়া মিষ্টি

চট্টগ্রামে বাসি ও ছত্রাক পড়া মিষ্টি বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:31 PM
Updated : 7 Feb 2016, 07:51 PM

রোববার নগরীর তিন পোলের মাথা এলাকার ঘোষ সুইটস ও এনায়েত বাজার এলাকার ধানসিঁড়ি সুইটসে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোষ সুইটসে দীর্ঘদিনের পুরনো বাসি ও পচা মিষ্টি বিক্রি করা হচ্ছিল।

“কয়েক মাসের পুরনো জিলাপির রস ও মেয়াদের তারিখহীন দই পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”

দোকানটির প্রায় তিন মণ পুরনো মিষ্টি ও মিষ্টির রস ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল বলেন, অভিযানে ধানসিঁড়ি সুইটসে ছত্রাক পড়া লাড্ডু ও মেয়াদের তারিখহীন বেকারি পণ্য পাওয়া যায়। দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।