চট্টগ্রামে লোকসংস্কৃতি উৎসব শুরু

‘জ্বালাও আলো, আপন আলো’ স্লোগান সামনে রেখে চট্টগ্রামে সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে শুরু হয়েছে পঞ্চম লোকসংস্কৃতি উৎসব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 02:59 PM
Updated : 5 Feb 2016, 02:59 PM

এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষ হয় উৎসব স্থল ডিসি হিলে।

সেখানে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক।

তিনি বলেন, “সম্প্রীতির অক্ষয় আধার আমাদের লোকসংস্কৃতি। শত বৈচিত্রের মাঝেও আমরা লোকসংস্কৃতিতে ঐক্যের সুর খুঁজে পাই। মানুষের আনন্দ-বেদনা, স্বপ্ন সাধনা, প্রতিবাদী চেতনা ও শিল্প-সাহিত্যকে হাজার বছর ধরে আঁকড়ে আছে আমাদের লোকসংস্কৃতি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির চেয়ারম্যন আবু তাহের মাসুদ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন আবদুল্লাহ আহসান পিকু।

আয়োজক সংগঠন সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক আবুল হাসনাত মো. বেলাল ও সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু।

সেখানে বিকাল ৫টায় শুরু হয় সাংস্কৃতিক পর্বের আয়োজন। এতে প্রমা অবন্তীর পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করে ‘ওডিসি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট’।

রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল পর্বের গান পরিবেশন করেন ড. অনুপম পাল ও বর্ণালী বিশ্বাস শান্তা। রাধারমনের গান শোনান সুনামগঞ্জের শিল্পী বিশ্বজিত রায়।

পল্লীগীতি পরিবেশন করেন জহির আলীম। জারি ও সারি গান শোনান মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতী।

উৎসব উপলক্ষে এর আগে সকালে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক মনসুর উল করিম।

শনিবার উৎসবের দ্বিতীয় দিনও ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।