চট্টগ্রামে ১১ জাহাজকে জরিমানা

বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং প্রয়োজনীয় সনদ ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া চলাচল করায় ১১টি জাহাজকে জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 12:10 PM
Updated : 30 Nov 2015, 12:10 PM

সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরে আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, মাস্টার ছাড়া জাহাজ চালানো, মাস্টার ও চালকের সনদ না থাকা, বে-ক্রসিং অনুমতি না থাকা এবং অতিরিক্ত পণ্য পরিবহনের অভিযোগে মোট তিন লাখ ২০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।

এরমধ্যে এমভি শাবাব-২ কে সর্বোচ্চ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এমভি ইলান ভিক্টোরি ও এমভি ইফতি সাইমুমকে ৩৫ হাজার টাকা করে এবং টি-১০৫০, এমভি বে অব বেংগল, এমভি পিএমএস-১, এমভি ওশান স্টোর, এমভি বিউটি অব ছত্রভোগ ও এমভি নাসার প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বাকি দুটির মধ্যে এমভি এনএ-২ কে ২০ হাজার টাকা এবং এমভি পিএমএস-৪ কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বন্দরের নিজস্ব আনসার বাহিনী সহযোগিতা করে।