শান্তির সপক্ষে আলোর মিছিল চট্টগ্রামে

২৫ বছর পূর্তিতে শান্তির সপক্ষে চট্টগ্রামে আলোর মিছিল করেছে আবৃত্তি সংগঠন ‘প্রমা’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 03:57 PM
Updated : 29 Nov 2015, 03:57 PM

রোববার সংগঠনের রজত জয়ন্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হওয়া এ মিছিলে অংশ নেন কবি-লেখক, সংস্কৃতিকর্মী ও রাজনীতিকরা।

আলোর মিছিল শেষে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে কেক কেটে রজত জয়ন্তি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের ফাঁকে ফাঁকে শান্তনু বিশ্বাসের গান, প্রমা’র আবৃত্তি শিল্পীদের পরিবেশনা অব্যাহত থাকে।

সকল অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে, স্বাধীনতার সপক্ষে অটল ও অবিচল থেকে সংস্কৃতি অঙ্গনে প্রমা তার দৃপ্তপদচারণা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি অরুণ দাশগু্প্ত, চিত্রশিল্পী অলক রায়, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার।

এছাড়াও কবি ও সাংবাদিক ওমর কায়সার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, ছড়াকার রাশেদ রউফ, কবি জিন্নাহ চৌধুরী, কবি আকতার হোসেন, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি সুনীল ধর ও কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ উপস্থিত ছিলেন।