ঢাকার পথে মৈত্রী মোটর শোভাযাত্রা

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মৈত্রী মোটর শোভাযাত্রা ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 09:19 AM
Updated : 29 Nov 2015, 09:19 AM

রোববার সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলে সামনে মোটর শোভাযাত্রাকে বিদায় জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এরপর সকাল সোয়া ৯টায় শোভাযাত্রা ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম।

তিনি জানান, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাকার সোনারগাঁও হোটেলে থাকবেন। পরদিন সেখানে  এক সেমিনারে অংশ নেবেন তারা।

মোটর শোভাযাত্রা ১ ডিসেম্বর বেনাপোল হয়ে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।   

শনিবার শোভাযাত্রার চার দেশের ৮০ জন যাত্রী ফেনীর বিলোনিয়া স্থলবন্দর সীমান্ত দিয়ে চট্টগ্রামে প্রবেশ করেন।  

২০টি গাড়ির এ বহরে বাংলাদেশের ছয় সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোদ চন্দ্র মণ্ডল।

এমএলএ প্রবীণ চন্দ্র ভজ দেওয়ের নেতৃত্বে ভারতের ৬৬ জন, দশরথ বিশালের নেতৃত্বে নেপালের চার জন ও তেশিয়াং রিনজেনের নেতৃত্ব ভুটানের চারজন যাত্রী এ শোভাযাত্রায় অংশ নিচ্ছেন।

চলতি বছরের ১৫ জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়কপথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলে চুক্তি হয়।

চুক্তির আওতায় পরীক্ষামূলক চলাচল হিসেবে গত ১৫ নভেম্বর ভুবনেশ্বর থেকে এই মোটর শোভাযাত্রা শুরু হয়।

চার দেশের ৪ হাজার ২২৩ কিলোমিটার পথ অতিক্রম করে বুধবার কলকাতায় এক সেমিনারের মাধ্যমে এ শোভাযাত্রার সমাপ্তি হবে।