অগ্নিকাণ্ডের দুদিন পর কিশোরের লাশ উদ্ধার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে আগুনে পুড়ে যাওয়ার দুইদিন পর একটি দোকান থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 08:45 AM
Updated : 29 Nov 2015, 09:53 AM

ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার জানান, ক্ষতিগ্রস্ত একটি দোকান পরিষ্কার করার সময় রোববার সকালের দিকে লাশটি পাওয়া যায়। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, লাশটি কুমিল্লার নাঙ্গলকোটের মো. সেলিমের ছেলে সাইফুলের (১৪)।  

সাইফুল সেখানকার একটি ইস্পাতের আলমারির কারখানায় কাজ করত বলে জানান ওসি।

ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনিয়ে শুক্রবার রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দুইজনে দাঁড়াল। ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মীরা মোরসালিন (২২) এক যুবকের লাশ উদ্ধার করে।

ডবলমুরিং থানার এসআই ধর্মেন্দু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুড়ে যাওয়া একটি দোকান পরিষ্কার করার সময় সাইফুলের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।”

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে মোগলটুলি মগপুকুর পাড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২৫টি দোকান এবং ৫-৭টি বসতঘর পুড়ে যায়।