চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে’ অগ্নিদগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 08:44 PM
Updated : 27 Nov 2015, 08:44 PM

আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ডবলমুরিং থানাধীন মোগলটুলি মগপুকুর পাড় এলাকায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর ও নন্দনকানন ফায়ার স্টেশনের ১২টি গাড়ি গিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ওই এলাকায় বেশকিছু স্টিলের আরমারির তৈরির ওয়ার্কশপ রয়েছে। এছাড়া হকারদের অনেকেই সেখানে থাকেন।”

আগুনে বিভিন্ন ওয়ার্কশপ, গ্যাসের চুলা তৈরির দোকান, ফুল ঝাড়ু ও মুদির দোকানসহ ২৫টি দোকান এবং পাঁচ থেকে সাতটি বসতঘর পুড়ে গেছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। লোকজন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনার কথা আমাদের জানিয়েছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা মালেক।