অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 02:46 PM
Updated : 27 Nov 2015, 02:46 PM

শুক্রবার নগরীর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম শাখা এসব কর্মসূচি পালন করে।

মঙ্গলবার ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অলোক সেনকে তার বাড়ির সামনে কুপিয়ে জখম করে একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সমাবেশে ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি পরিমল কান্তি বলেন, “কখনও ভূ-সম্পত্তি দখলের জন্য, কখনও রাজনৈতিক হীন উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটছে।

“অলক সেনের উপর হামলার ঘটনা সেই ধারাবাহিকতারই অংশ। এছাড়া নানা রকম গুজব ছড়িয়ে মন্দিরে হামলার ঘটনাও ঘটানো হচ্ছে।” 

এসব ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে ঐক্য পরিষদ নেতা প্রদীশ কুমার চৌধুরীর পরিচালনায় অধ্যাপক জিনব্যোধী ভিক্ষু, রনজিৎ কুমার চৌধুরী, শ্যামল কুমার পালিত ও কাউন্সিলর নিলু নাগসহ অন্যারা বক্তব্য রাখেন।