চট্টগ্রামে জোড়া খুনের আসামি লিমন কারাগারে

চট্টগ্রামে জোড়া খুনের প্রধান আসামি বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 11:17 AM
Updated : 27 Nov 2015, 11:29 AM

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান, শুক্রবার বিকালে অস্ত্র আইনের মামলায় লিমনসহ চারজনকে আদালতে হাজির করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর হাকিম ফরিদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”

নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার ভুতাইয়া কলোনির ওমর ফারুক টাওয়ারের নিজ বাসা থেকে বুধবার সন্ধ্যায় সাইফুল আলম লিমনকে আরও তিন সহযোগীসহ গ্রেপ্তার করে র্যাকব।  

লিমন ছাড়া গ্রেপ্তার অন্য তিনজন হলেন- তৌহিদুল ইসলাম তৌহিদ (২৯), সাদ্দাম হোসেন (২৩) ও আজিজুল হক (২৭)।

এসময় তাদের কাছ থেকে একটি সেভেন পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, চারটি পিস্তলের ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চার জনের বিরুদ্ধে র্যা বের ডিএডি আব্দুল মজিদ বাদী হয়ে খুলশী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন।